মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১১

আসছে ১০০ ডলারের অ্যান্ড্রয়েড ট্যাবলেট

আসছে ১০০ ডলারের অ্যান্ড্রয়েড ট্যাবলেট

যুক্তরাষ্ট্র এবং চীন মিলে ১০০ ডলার মূল্যের ট্যাবলেট কম্পিউটার তৈরি করছে যাতে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বাধুনিক সংস্করণ ৪.০ বা আইসক্রিম স্যান্ডউইচ ব্যবহার করা হচ্ছে। খবর সিনেট-এর।

৭ ইঞ্চি মাপের এ ট্যাবলেটটিই আইসক্রিম স্যান্ডইউচচালিত প্রথম ট্যাবলেট হিসেবে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের বাজারেও শিগগিরই চলে আসবে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান এমআইপিএস টেকনোলজিস এবং চীনা মোবাইল চিপ নির্মাতা ইনজেনিক সেমিকন্ডাক্টর এ ট্যাবলেট তৈরি করেছে।

৭ ইঞ্চি মাপের ট্যাবলেটটি ছাড়াও ৮ এবং ৯ ইঞ্চি মাপের ট্যাবলেটও শিগগিরই বাজারে ছাড়ার কথা জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানদুটি।

ট্যাবলেটগুলোকে বলা হচ্ছে ‘মিপস ট্যাব’।

ট্যাবলেটে ফিচার হিসেবে রয়েছে এমআইপিএসভিত্তিক ১ গিগাহার্টজ ক্ষমতার জেজি ৪৭৭০ প্রসেসর, ভিভানটি জিসি৮৬০ গ্রাফিক্স, ১০৮০ পিক্সেল ভিডিও ডিকোডিং সুবিধা, ট্যাবলেটের উভয় পাশে ক্যামেরা, ৭ ইঞ্চি মাপের মাল্টিটাচ ক্যাপাসিটিভ স্ক্রিন, ওয়াই-ফাই, ইউএসবি ২.০, এইচডিএমআই ১.৩ এবং মাইক্রোএসডি পোর্ট সুবিধা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন